তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি, শেরপুরঃ শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কামারের চর ইউনিয়নের ডোবার চর এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, বিকেল তিনটার দিকে জামাল মিয়া প্রতিবেশী ৪ নম্বর চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় অসাবধানতাবশত সাপটি তার আঙুলে কামড় দেয়। শুরুতে তিনি বিষয়টি বুঝতে পারেননি। প্রায় দেড় ঘণ্টা পর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে যথাযথ চিকিৎসা ও পর্যাপ্ত এন্টিভেনম ছিল না। বাইরে থেকে একটি এন্টিভেনম সংগ্রহের পর কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পথিমধ্যেই নকলা এলাকায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, “হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুত রয়েছে। রোগীকে কী চিকিৎসা দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”