রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে আবারো মানববন্ধন ও নেসকো অফিস ঘেরাও করে এলাকাবাসী।
আজ বুধবার ১০ই সেপ্টেম্বর পার্বতীপুর ঢাকা মোড় এলাকায় বিদ্যুৎ গ্রাহকগণ পূর্বে ঘোষিত আল্টিমেটামের এক মাসে পার হলেও বিদ্যুৎ সংযোগ চলছে আন্দোলনে ধারাবাহিকতায় ১১টার সময় পার্বতীপুরের বিদ্যুৎ গ্রাহকগণ আবারো মানববন্ধনের ডাক দেন। মানববন্ধনে আলোচনা পর বিদ্যুৎ গ্রাহক ও এলাকাবাসী পার্বতীপুর নেসকো অফিস ঘেরাও করে প্রতিবাদ জানাতে থাকে।
পরিস্থিতি সামাল দিতে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন ঘটনা স্থলে এসে আন্দোলনরত প্রতিনিধি ও বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের আরো অনেকে নিয়ে নেসকো অফিসে আবাসিক প্রকৌশলী মো: মাসুদ পারভেজ এর সঙ্গে এক ঘন্টা বৈঠকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে বলেন গ্রাহকের চাহিদা মত প্রিপেইড ও ডিজিটাল মিটার স্থাপনা করবে, কারো উপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হবে না। বক্তব্যের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।