আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবাহক মহাইমিনুল সাগরের মটর বাইক চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গরবার(০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্টথানায় অভিযোগ দায়ের করেন সাগর।
এর আগে গত সেপ্টেম্বর রাতে বেনাপোলের দুর্গাপুর সড়ক থেকে তার মটর বাইটি চুরি হয়।
অভিযোগকারী লিখিত বক্তব্যে জানান, তার ব্যবহৃত পালসার ডাবল ডিক্স ১৫০ সিসির কালো মটর সাইকেলটি (যশোর ল-১৫-১৩৭৫) তিনি দূর্গাপুর সড়কের পাশে রেখে পাশে একটি দেকানে কথা বলছিলেন।কিছু সময় পরে ফিরে দেখেন সেখানে তার মটর বাইকটি নেই। অনেক খোঁজা,খুজির পর না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বাইক চুরির অভিযোগ পেয়েছি। পুলিশ চোরকে ধরার ও বাইক উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।