শিরোনাম
◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পূর্ণরায় জেলগেটে আটক হলেন আ’লীগ নেতা চন্দন কুমার পাল

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুর উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাকে শেরপুর জেলা কারাগার গেট থেকে আটক করে সদর থানা ও ডিবি পুলিশ।

জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের একাধিক মামলায় গ্রেফতার দেখায় থানা পুলিশ। এরপর কয়েক ধাপে তাকে আরও কয়েক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওইসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির আদেশ হয়।

সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে আদালত থেকে জেলা কারাগারে জামিনে মুক্তির আদেশ পৌঁছলে তিনি মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ামাত্র থানা পুলিশ ও ডিবি পুলিশের হাতে আটক হন। পরে তাকে কঠোর নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়। ওইসময় গেটে তার অনুজ মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের লোকজন অপেক্ষমাণ ছিলেন।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান বলেন, তাকে থানা পুলিশ আটক করেছে। আমরা সাথে থেকে সহায়তা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়