শিরোনাম
◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আওনা ইউনিয়নের কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আলাল (২৬), দুলাল মিয়া (২৬), কাওয়ামারা গ্রামের ইসমাইলের ছেলে শ্রাবণ (২৭) ও স্থল গ্রামের আব্দুল আজিজের ছেলে শামীম হোসেন (২৭)। 

জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে ২৬ বীর এর বিশেষ দল উপজেলার আওনা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে সেনাবাহিনী। 

এ সময় আটককৃতদের কাছ থেকে ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৫টি বাটন ফোন, ৪১টি সিম কার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০ হাজার ৪২৯ টাকা জব্দ করা হয়। পরে মঙ্গলবার ভোর ৪ টার দিকে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের কাছে আটককৃতদের হস্তান্তর করে সেনাবাহিনী। 

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন জানান, আওনা ইউনিয়ন থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিল। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়