শিরোনাম
◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে ফিরলেন পাচারের শিকার নারী

আইরিন হক, বেনাপোল (যশোর): পাচারের শিকার সবেদা বেগম নামে এক নারীকে ভারতীয় পুলিশ বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম গত ২ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর প্রাথমিক যাচাই-বাছাই শেষে সবেদা বেগমকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ভুক্তভোগীকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার গ্রহণ করেছে, যাতে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন জানান, সবেদা বেগমকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “ভুক্তভোগী চাইলে পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়