শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির সদস্য সচিব নির্বাচিত

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের কৃতি সন্তান, মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী অকার্যকর কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন এবং সদস্য সচিব হন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. আন্দালিব ইকবাল ইরা, অধ্যাপক ডা. সাবিহা ইয়াসমিন মনি ও অধ্যাপক ডা. খোশরোজ সামাদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. ইউসুফ শিবলী, অধ্যাপক ডা. মাহবুবুল আলম ও অধ্যাপক ডা. মনিরা আফরীন।

সভাটি পরিচালনা করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত ও প্রয়াত ফার্মাকোলজিস্টদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ে সোসাইটির গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়