জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস রহমতখালী খালে পড়ে যায়। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন। নিহতরা হলেন—মোরশেদ আলম ও জয়নাল আবদিন। তাদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি কলেজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ৩ জনের মধ্যে ২ জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।
এদিকে, দুর্ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে পৌঁছানোয় ক্ষয়ক্ষতি বেড়েছে। পানির নিচে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।