শিরোনাম
◈ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা ◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত ◈ এক ম্যাচ হাতে রেখেই নেদারল‌্যা‌ন্ডসের বিরু‌দ্ধে  সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল ◈ ফাইভ-জি চালু করল গ্রামীণফোন ও রবি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ১০:২২ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠাননি: চান্দিনায় মাহমুদুর রহমান মান্না

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে কোনো ক্ষতি করেননি। তিনি একজন ভালো মানুষ।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে দেড় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের রক্তের বিনিময়ে আমরা সেই অধিকার ফিরে পেয়েছি। যেকোনোভাবে আমাদের মর্যাদা রক্ষা করতে হবে।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এলডিপির মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, “জামায়াত ইসলামীর ভূমিকা মুক্তিযুদ্ধের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। তাদের নেতৃত্বেই আলবদর-আলশামস বাহিনী পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। আজও তারা মুক্তিযোদ্ধাদের অপমান করছে।”

তিনি পিআর পদ্ধতির নির্বাচনকে বাংলাদেশের জন্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। উদাহরণ টেনে বলেন, “নেপালে এই পদ্ধতির কারণে ১০ বছরে ৬ বার সরকার পরিবর্তন হয়েছে। বাংলাদেশে সদ্য ঘোষিত রোড ম্যাপ অনুযায়ীই নির্বাচন হওয়া উচিত।”

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম। সভাপতিত্ব করেন চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়া।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ.কে.এম. শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এবং গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি।

এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয়-দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অতিথিরা সম্মেলনের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়