শিরোনাম
◈ টেনেও আনা যাচ্ছে না, ছুটি নিয়ে যে কারণে আর ফেরেনি এক লাখ ইসরাইলি সেনা! (ভিডিও) ◈ আগামীতে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ আগামী সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে : ইসি আনোয়ারুল ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের ড্র: রিয়ালের মুখোমুখি লিভারপুল ও ম্যান সিটি, বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি ◈ কখ‌নো ক‌ঠোর কখ‌নো ঢি‌লেঢালা, দায়িত্ব পালনে পুলিশ কি 'উভয় সংকটে' ◈ ‌বিকা‌লে ভুটা‌নের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলাদেশ নারী দল ◈ জাতীয় নির্বাচন: জোট গঠন নিয়ে নানা আলোচনা ◈ যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো ◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ১১:৪৯ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ১১৫ বস্তা সরকারি চাল জব্দ, গুদাম ঘর সিলগালা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের গো-হাট জামে মসজিদ সংলগ্ন একটি গুদাম ঘর থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির ১১৫ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি চাল রাখা গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির অধীনে নিম্ম আয়ের পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। চলতি আগস্ট মাসের চাল বিক্রয় প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় উপজেলা সদরের আদমদীঘি রেলওয়ে স্টশেন এলাকার সরকারি ডিলার  আব্দুস সাত্তার সরকার ভোক্তাদের চালের পরিবর্তে টাকা দিয়ে ওই পরিমান চাল কালো বাজারে বিক্রি করার উদ্দেেশ্য বিক্রয় স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দুরে ওই গুদাম ঘরে মজুত করে।

এদিন দুপুরে খবর পাওয়ার পর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী   ম্যাজিস্ট্েরট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর   জিজ্ঞাসাবাদের মুখে ডিলার আব্দুস সাত্তার সরকার সদুত্তাের দিতে ব্যর্থ হয়। এর প্রিেক্ষতে ভ্রাম্যমান আদালত ১১৫ বস্তা চাল জব্দ ও গুদাম ঘর সিলগালা  করেন। 

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্েরট মাহমুদা সুলতানা বলেন, চালগুলো জব্দ করে গুদাম ঘর সিলগালা করা হয়েছে। ডিলার আব্দুস সাত্তার এর নিকট গত তিন কার্য দিবসে বিক্ররি মাস্টাররোল তলব করা হয়েছে। মাস্টাররোল যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়