শিরোনাম
◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর সীমান্তে ৮ কোটি  টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক

আইরিন হক,বেনাপোল(যশোর):  ভারতে পাচার কালে যশোর সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে ৮ কোটি টাকা মুল্যের ৫ কেজি ৩৩৪ গ্রাম  ওজনের ৩৬ টি স্বর্ণের বারসহ তিন  আসামী আটক করেছে বর্ডার গার্ড( বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে যশোরের কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজারে অভিযানে আটকের পর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

 আটককৃতরা হলেন- মানিগঞ্জের আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ, যশোরের বারান্দিপাড়ার নূরমোহাম্মদের ছেলে  জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাঁছার শিমুলিয়া গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, তাদের কাছে গোপন খবর আসে ভারতে স্বর্নের চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করে। পরে অভিযান চালিয়ে যশোর শহরের কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার থেকে সন্দেহ ভাজনদের ধরা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ২৩৮ টাকা মুল্যের ৩৬ টি স্বর্নবার উদ্ধার করা হয়।

এসময় তিনি আরও বলেন, এরা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিল। আটককৃত বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়