হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুর রহমান ফকির (৫০)। তিনি মৃত ফজর আলী ফকিরের ছেলে এবং পেন্নাই গ্রামের বাসিন্দা।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তি মেডিকেল সেন্টারের বিপরীত পাশে গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের পূর্ব পাশে করিমের টিসিবি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩ বোতল দেশীয় মদ (ভোটকা) উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, "আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা বিচারিক আদালতে প্রেরণ করা হবে।"