ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেতে একজন বৃদ্ধাকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ফিরোজকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার (২৭ আগস্ট, ২০২৫) বিকেলে র্যাব-৫ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে সাভারের কলমা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ মে, ২০২৫ তারিখে ওই বৃদ্ধা নিখোঁজ হন। পরে পুঠিয়া থানাধীন উজালপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে তার মুখ ও গলা ওড়না দিয়ে পেঁচানো এবং ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
ঘটনার পরদিন নিহতের ছেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে র্যাব এবং তারই ধারাবাহিকতায় প্রধান আসামি ফিরোজকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ফিরোজ পুঠিয়া থানার উজারপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
র্যাব জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের ধরতে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ফিরোজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।