আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় পাচারের শিকার হওয়া ১৭ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি ইলিয়াজ হোসেন মুন্সী।
ফেরত আসাদের মধ্যে ৭ জনকে রাইটস যশোর, ৫ জনকে মহিলা আইনজীবী সমিতি এবং বাকি ৫ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে মানবাধিকার সংগঠন আইনি সহায়তার জন্য গ্রহণ করে।
ফেরত আসাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়—গাজীপুর, চাপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, খুলনা, নড়াইল, বাগেরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, রাঙামাটি ও পাবনা। তাদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। অনেকেই ভারতের বিভিন্ন হোমে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত আটক ছিলেন।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে স্বদেশ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরত আনা হয়। মানবাধিকার সংগঠনগুলো প্রাথমিকভাবে তাদের হেফাজতে রেখে আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করবে।
মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান, বর্তমানে প্রায় ৫০ হাজার বাংলাদেশি নারী-পুরুষ ভারতের বিভিন্ন স্থানে পাচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাচারকারীরা কখনো ভালো কাজের প্রলোভন, কখনো প্রেম কিংবা বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে তাদের ভারতে নিয়ে যায় এবং জোরপূর্বক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করে। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ দেশে ফিরতে সক্ষম হয়েছেন বলে বিভিন্ন সংগঠনের হিসাব।