সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন- এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, চরভদ্রাসন সাংবাদিক সমাজ এর পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়।
আজ সোমবার(১১ আগষ্ট) সকাল ১১ টা চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন (দৈনিক যুগান্তর), আবুল কালাম (দৈনিক সমকাল), আব্দুর ছবুর কাজল (দৈনিক যায়যায়দিন), মোস্তাফিজুর রহমান শিমুল ( দৈনিক ইত্তেফাক), লিয়াকত আলী লাভলু (দৈনিক সংবাদ সারাবেলা), আহম্মেদ আল ইমরান (দৈনিক আজকের বাংলা ) আসলাম ব্যাপারটি (দৈনিক ),এমন এমন সাইফুল রহমান উজ্জল (চ্যানেল S), সাজ্জাদ হোসেন সাজু (চ্যানেল ২১) এ সময় বক্তারা সাংবাদিকতা পেশাকে ঝুঁকি মুক্ত , নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করতে মাননীয় প্রধান উপদেষ্টা নিকট জোর দাবি জানান।
সাংবাদিকরা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো পেশা নিয়ে কাজ করে। দেশ ও দেশের মানুষের দুঃখ দুর্দশা ও অন্ধকার কে আলোকিত করতে কাজ করে থাকেন । তাই সাংবাদিকতা পেশা অবহেলিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো ও অন্ধকার কে আলোতে রূপান্তরিত করতে কাজ করে।
সেই সমাজ সেবক সাংবাদিক আজ অবহেলিত ও অন্ধকার আচ্ছন্ন জীবন যাপন করছে।তাই সাংবাদিক দের কাজে সকলের সহযোগিতা বিশেষ করে প্রশাসনের সহযোগিতা বিশেষ প্রয়োজন অবিলম্বে এই নৃশংস হত্যাকারীদের ফাঁসির আদেশ প্রদান এবং সাংবাদিক সমাজকে যথাযোগ্য মর্যাদা ও নিরাপত্তা প্রদানে আইন প্রণয়ন করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।