শিরোনাম
◈ সপ্তমবার ভাঙলো জাপা! ◈ ক্রিকে‌টে ফি‌ক্সিং ঠেকা‌তে  আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিলো বিসিবি ◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৫:২৬ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ঢাকা দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদকসহ আটক ৪

ফিরোজ আহম্মেদ,  ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহরে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন দালাল সহ ঢাকা দক্ষিণের আঃলীগের দপ্তর সম্পাদক ও দিপু মণির ভাগ্নে  রিয়াজ উদ্দিন জনতা আটক করে। পরে আটককৃতদের মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। 

শনিবার সকালে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ ৩ জন দালাল জেলেপোতা মাঠ দিয়ে ঢাকা দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদক  রিয়াজ উদ্দিনকে ভারতে পাচার করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়। এখবর  পেয়ে শ্যামকুর বিওপি ও মহেশপুর থানা পুলিশ ঘটনাস্তলে যায় এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় শ্যামকুড় ইউপির মেম্বার তরিকুল ইসলাম তরু জানায়,দালালরা উক্ত ব্যক্তিকে মাঠের মধ্যে  রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁচা থাকায় ফেরার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে আ'লীগ নেতা রিয়াজউদ্দিন স্বীকার করেন দালালরা তাকে ৩ দিন ধরে আটক রেখেছে এবং তার কাছে থাকা ৩ লক্ষ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নেয়। ঘটনাটি মেম্বার থানা পুলিশকে জানালে থানার এসআই আলমগীর হাজির হয়। অপর দিকে খবর পেয়ে বিজিবিই ঘটনাস্থলে আসে।

পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। অপর দালালরা হলো পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজ। এরা সকলেই মানব চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গত ২ মে উক্ত দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে।এ বিষয়ে মহেশপুর থানায় ওসি সাজজাদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান খবর পেয়ে ৪ জনকে থানা নিয়ে আসা হয়েছে এক জনের বাড়ি চাদপুর মতলব থানায়। তার বাপের নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা দক্ষিণের আ'লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলার রয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়