স্পোর্টস ডেস্ক : ওভাল টেস্ট একাই জিতিয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। ওভাল টেস্টের শেষদিন তিনি নিজেকে নিয়ে যান এক অন্য উচ্চতায়। এহেন মহম্মদ সিরাজের সঙ্গে নাম জড়িয়েছিল বিগ বস-খ্যাত মডেল অভিনেত্রী মাহিরা শর্মা। দু'জনকে নিয়ে চলছিল জল্পনা। জি নিউজ
নভেম্বরের ২০২৪ সাল থেকে শুরু হয়েছিল এই জল্পনা। মাহিরার একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছিলেন সিরাজ। তার পর থেকেই দু'জনের সম্পর্ক নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। শুরু হয় তীব্র আলোড়ন। ভক্তরা মাহিরা শর্মাকে 'ভাবী' বলে উল্লেখ করেন সেই পোস্টে।
টেলিভিশনের পর্দায় মাহিরা শর্মা পরিচিত মুখ। 'নাগিন', 'বেপানাহ প্যায়ার', 'কুণ্ডলী ভাগ্য'-তে দেখা গিয়েছে মাহিরাকে। বিগ বস-১৩-র ফাইনালেও দেখা গিয়েছে মাহিরাকে। পাঞ্জাবী সিনেমাতেও অবতীর্ণ হন মাহিরা শর্মা।
কিন্তু কোনও সময়তেই সিরাজ ও মাহিরা নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে ফিল্ম সংক্রান্ত একটি ম্যাগাজিনে মাহিরাকে প্রশ্ন করা হয়েছিল সিরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে। তাঁরা কি ডেটিং করছেন? মাহিরা এই ডেটিংয়ের গুঞ্জন নিয়ে মুখ খোলেন। বলেন, ''কিছুই না। কারও সঙ্গেই আমি ডেটিং করছি না। মানুষ ভাল বা মন্দ যাই বলুন না কেন, আমি কিন্তু কোনও প্রতিক্রিয়া দেখাই না।'
মাহিরাকে আরও বলতে শোনা যায়, ''ভক্তরা কারও না কারও সঙ্গে আপনার নাম জুড়তে পারে। আমরা তা বন্ধ করতে পারি না। আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের সঙ্গেও আমার নাম জড়ানো হয়েছে। আমি এসব নিয়ে ভাবি না।''
তাঁর মেয়েকে নিয়ে শুরু হওয়া গসিপ প্রসঙ্গে মুখ খোলেন মাহিরার মা। তিনি বলেন, ''কী বলছেন? মানুষ যা কিছু বলতেই পারে। আমার মেয়ে এখন সেলিব্রিটি। ফলে আমার মেয়ের সঙ্গে নাম জড়াতে পারে অনেকেরই। সেগুলো কি বিশ্বাস করতে হবে?
মাহিরা ও তাঁর মা এই সম্পর্ক নিয়ে কথা বললেও ভারতের তারকা পেসার কিন্তু একটি শব্দও খরচ করেননি। আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল সিরাজকে। জানাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তারকা পেসার। তা নিয়েও শুরু হয়েছিল জল্পনা। পরে অবশ্য জানাই মানুষের ভুল ভাঙান। তিনি লেখেন, ''মেরে প্যায়ারে ভাইয়া।'' সিরাজ তাঁকে 'বোন' বলে উল্লেখ করেন।
মাহিরা শর্মাকে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের কোন তারকাকে তাঁর পছন্দ? প্রশ্নকর্তার উদ্দেশ্য বুঝতে পেরে মাহিরা হাসতে হাসতে বলেন, ''গোটা ভারতীয় দলই আমার পছন্দের।
মহম্মদ সিরাজ এখন তারকার স্ট্যাটাস পাচ্ছেন। ওভালে তিনি একাই দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন ইংল্যান্ডকে। বুমরাহকে ছাড়াই যে ভারত ম্যাচ জিততে পারে, তা দেখিয়ে দিলেন সিরাজ।
এরপরও কি ভারতীয় ক্রিকেট বুমরাহর উপরে নির্ভরশীল হয়ে থাকবে? কারণ ইংল্যান্ড সফরে বুমরাহ বেছে বেছে টেস্ট ম্যাচ খেলেছেন। ওভাল টেস্টে তাঁকে দরকার ছিল ভারতীয় দলের। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাত দেখিয়ে তিনি সরে যান।