শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরের ভূয়া পুলিশ আটক

মোঃ রুকুনুজ্জামান, পাবর্তীপুর প্রতিনিধিঃ দিনাজপুর পার্বতীপুরে মোক্তার হোসেন (৪০) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ করে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে গত বৃহস্পতিবার পার্বতীপুর পৌরসভার ধুপি পাড়া এলাকার মোসলিম মুন্সির ছেলে মোক্তারকে আটক করে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

জানা গেছে নিজের পরিচয় শক্তপোক্ত দেখাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো চুল কাটতো মোক্তার হোসেন। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় মোক্তার পার্বতীপুর মডেল থানায় এসে দায়িত্বরত ডিউটি অফিসার ও বাহিনীর অন্যান্য   সদস্যদের সামনে নিজেকে বাংলাদেশ পুলিশের সিনিয়র সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে এলাকায় আইন  শৃঙ্খলা পরিস্থিতি অবনতি উল্লেখ পূর্বক অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

পরে থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের বিশেষ মিটিং চলাকালে তার রুমে প্রবেশ করে নেশাগ্রস্থ অবস্থায় মাতলামি করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোক্তারকে ২০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডাদেশ দেন। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সেকেন্ড অফিসার নিমাই রায়সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয় নানা অপকর্মের অভিযোগে তাকে হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়