স্পোর্টস ডেস্ক : নানা প্রচেষ্টার পরও বিসিবি রুখতে পারছে না ফিক্সিং। কিছুদিন পরপরই বিভিন্ন টুর্নামেন্ট ঘিরে বিতর্ক দানা বাঁধে। এবার ব্যাপারটাকে আরো শক্ত হাতে দমনের চেষ্টা দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার।
আর তাইতো বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে। আইসিসিতে কাজ করা মার্শালের অভিজ্ঞতা আছে যুক্তরাজ্য পুলিশে চাকরি করার।
শনিবার (৯ আগস্ট) বিসিবির বোর্ড মিটিং শেষে তার নিয়োগের কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
তিনি বলেন, 'আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি।
আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।