শিরোনাম
◈ সপ্তমবার ভাঙলো জাপা! ◈ ক্রিকে‌টে ফি‌ক্সিং ঠেকা‌তে  আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিলো বিসিবি ◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীর চর ধারাবর্ষা কমিউনিটি ক্লিনিক: নেই যাতায়াতের রাস্তা, ১২ বছর ধরে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, শুনতে হয় গালি

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : চারপাশে শষ্য খেত। মাঝখানে কমিউনিটি ক্লিনিকটি। নেই কোন সংযোগ সড়ক। বলছি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর ধারাবর্ষা গ্রামে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের কথা। প্রতিষ্ঠার ১২ বছর পার হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। নেই যাতায়াতের কোন রাস্তা। পাকা সড়ক থেকে প্রায় ৩০০ মিটার দূরে নির্মাণ করায় ও যাতায়াতের রাস্তা না থাকায় ১২ বছর ধরে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা ও বন্যায় বন্ধ থাকে যাতায়াত। বেশিরভাগ সময় কলা গাছের ভেলাই একমাত্র ভরসা হয়ে ওঠে এ এলাকার রোগীদের। ক্লিনিকটিতে চলাচলের রাস্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর ধারাবর্ষা গ্রামে ২০১৩ সালে এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয় এ কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকটি। হাসমত আলী নামে স্থানীয় ব্যাক্তি ক্লিনিকটি করতে ৮ শতক জমি দান করেন। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হলে ২০১৫ সালের জুন মাসে চর ধারাবর্ষা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকটি গ্রামের মানুষদের চিকিৎসার জন্য চালু করা হয়। 

আশপাশের ৩-৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ক্লিনিকটিতে সেবা নেন। রাস্তা না থাকায় চিকিৎসা সেবা নিতে আসা গ্রামের মানুষদের পাকা সড়ক থেকে নেমে শষ্যক্ষেতের আইল দিয়ে ক্লিনিকে যেতে হয়। শুনতে হয় মানুষের গালি। সামান্য বৃষ্টি হলেই পড়তে হয় চরম ভোগান্তিতে। বন্যার সময় ক্লিনিকে যেতে হয় নৌকা বা কলা গাছের তৈরি ভেলা দিয়ে। এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ মিললেও সড়কের অভাবে স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষের দূর্ভোগের শেষ নেই। স্বাস্থ্য ক্লিনিকটি পাকা সড়ক থেকে প্রায় ৩০০ মিটার দূরে আবাদি জমির মাঝখানে ও নিচু জায়গায় নির্মাণ করায় যাতায়াতের রাস্তা না থাকায় ১২ বছর ধরে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

চিকিৎসা নিতে আসা ধারাবর্ষা গ্রামের বৃদ্ধ আসলাম শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের চিকিৎসার চেয়ে কস্ট বেশি হয়। হাসপাতালে যেতে হলে অন্যজনের শষ্য ক্ষেতের আইল দিয়ে যেতে হয়। ফসলি জমির মধ্য দিয়ে হেটে যাওয়ার কারনে ফসল নস্ট হলে জমির মালিক গালিগালাজ করে। আবার হাসপাতালে যাওয়ার সময় উচু সিড়ি বেয়েও উঠতে হয়। যা আমাদের পক্ষে সম্ভব না।

চিকিৎসা নিতে আসা ফারুক হোসেন, শাহানা বেগম বলেন, কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য কেউ জমি না দেওয়ায় চলাচল করা যায় না। আমাদের চিকিৎসার জন্য অন্যজনের শষ্য ক্ষেতের আইল দিয়ে হাসপাতালে আসতে হয়। সরকার আমাদের জন্য হাসপাতাল করে দিলেও রাস্তা না থাকায় সঠিক ভাবে চিকিৎসা সেবা নিতে পাচ্ছি না। আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্লিনিকটিতে যাওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে একটি রাস্তার দাবী জানাচ্ছি।

চর ধারাবর্ষা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের সিএইচসিপি আছমাউল হোসনা বলেন, স্বাস্থ্য ক্লিনিকে যাতায়াতের সড়ক না থাকায় প্রতিদিন কষ্ট করে অফিসে আসা যাওয়া করতে হয়। মানুষজনকে সড়ক থেকে নিচে নেমে ক্লিনিকে আসতে হয় আবার সিড়ি দিয়ে উপরে উঠতে হয়। ক্লিনিকে একবার কোন রোগী আসলে আর দ্বিতীয় বার আসতে চায় না। অনেক সময় ক্লিনিকের সামনে থাকা জমিওয়ালাদের সাথে রোগীদের চলাচল নিয়ে ঝগড়া হয়। এখানে একটি রাস্তা নিমার্ণ করা জরুরী।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, চর ধারাবর্ষা কমিউনিটি ক্লিনিকের জমিদাতা রাস্তা থেকে দূরে জমি দান করায় সেখানেই ক্লিনিকটি স্থাপন করা হয়েছিল। যার কারণে ক্লিনিকটিতে যাতায়াতের কোনো রাস্তা নেই। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা নিবার্হী অফিসার ও সুধিজনদের সাথে কথা বলে একটি রাস্তা তৈরির বিষয়ে ব্যবস্থা করবো। আশা করি অতি দ্রুত বাস্তবায়ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়