শিরোনাম
◈ ক্রিকে‌টে ফি‌ক্সিং ঠেকা‌তে  আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিলো বিসিবি ◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে একই পরিবারের ৭ জন নিহত: চালক আকবরের বিরুদ্ধে মামলা, পলাতক অভিযুক্তের গ্রেপ্তার অভিযান চলছে

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার একই পরিবারের সাত সদস্য নিহতের ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে নিহত বাহার উদ্দিনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা করেন। মামলায় মাইক্রোবাস চালক আকবর হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

গত ৬ আগস্ট রাতে প্রবাসী ছেলেকে আনতে ঢাকায় যাচ্ছিলেন বাহারের পরিবারের সদস্যরা। ফেরার পথে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ৩০ মিটার গভীর খালে পড়ে যায়। ঘটনাস্থলেই পানিতে ডুবে প্রাণ হারান বাহারের মা, স্ত্রী, মেয়ে, দুই ভাতিজি, ভাবি ও শাশুড়ি।

দুর্ঘটনার পর গাড়ির মালিক মো. রাসেল জানান, চালক আকবর ঘটনাস্থলে প্রায় ৪০-৪৫ মিনিট ছিলেন এবং পরে অসুস্থ হয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে যান। তবে এরপর থেকেই তার মোবাইল বন্ধ এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বেঁচে ফেরা স্বজনরা অভিযোগ করেন, কুমিল্লার কাছে একবার দুর্ঘটনার মুখে পড়লেও চালক বিশ্রাম নেননি, বরং ঘুমন্ত অবস্থায় গাড়ি চালিয়ে চন্দ্রগঞ্জ এলাকায় দুর্ঘটনা ঘটান।

এই ঘটনায় চালকের লাইসেন্স, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও নিয়োগদাতার দায়বদ্ধতা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং নিহতদের কবর জিয়ারত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়