শিরোনাম
◈ ক্রিকে‌টে ফি‌ক্সিং ঠেকা‌তে  আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিলো বিসিবি ◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৫:০২ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ৩ যুবক আটক 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে প্রয়াত কর্ণেল (অব:) আবদুল মজিদের বাড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 
এ সময় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)। এ সময় তাদের কাছ থেকে দুইটি এলজি, বিদেশী ম্যাগজিন, ৮৩ পিস ইয়াবা, ৮টি রামদা-চাকু, একসেট সেনাবাহিনীর ইউনিফর্ম ও নগদ ৩৬ হাজার টাকাসহ ইয়াবা সেবনে ব্যবহৃত সরাঞ্জাম উদ্ধার করা হয়।

প্রত্যেকদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে একটি চক্র। অস্ত্র ও ইয়াবাসহ কয়েকজন যুবক পৌরসভার ১৫নং ওয়ার্ডের প্রয়াত কর্ণেল (অব:) মজিদের বাড়িতে অবস্থান করছিল। এই খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টন রাহাত খাঁনের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় আহম্মদ আল মারুফ রবিন, আহম্মদ আল আরেফিন রিমন ও এহসান আহমেদকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন, ইয়াবা, নগদ টাকা ও ইয়াবা সেবনে ব্যবহৃত সরাঞ্জাম উদ্ধার করা হয়। আহম্মদ আল মারুফ রবিন এক সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে স্থানীয়রা জানায়। লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করে।

পরে তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান দেশিয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও ইয়াবা সেবনের সরাঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ৩ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দু মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়