শিরোনাম
◈ জাপায় নতুন মোড়: আনিসুল ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হয়ে বহিষ্কৃতদের করলেন পুনর্বহাল ◈ শেরপুর জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের এক বছর: এখনও অধরা ৩০০-র বেশি আসামি ◈ বাকৃবিতে ব্যতিক্রমী উদ্যোগ: মাওলানা ভাসানী হল ফিস্টে সম্মানিত হল কর্মচারীরা ◈ ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন নিহত ◈ অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে 'ধোঁয়াশা ◈ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তবে বাড়বে গরম ◈ এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহর উপ-মহাসচিব ◈ বিএনপির সমাবেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা ◈ বাতিল হয়ে গেলো ‌মে‌সির আর্জেন্টিনা দলের ভারত সফর ◈ ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থা‌নে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি মেম্বার আলাউদ্দনি (৫৫) কে বাড়ির সামনে থেকে একদল মুখোশ ধারী সন্ত্রাসী অপহরন করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের ফেলে  পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়,ল উপজেলার বক্সগঞ্জ ইউপির  আলীয়ারা গ্রামে দু'গোষ্টি যুবলীগ নেতা শেখ ফরিদ, সালেহ আহাম্মদ মেম্বার ও আলাউদ্দনি মেম্বার গোষ্টরি মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে আসছে।

এ ব্যপারে আদালতে দু'পক্ষরে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তার জের ধরে আজ রবিবার আলাউদ্দনি মেম্বাররের চাচতো ভাই একই গ্রামের আবুল বাশারের জানাযার নামাজ শেষ করে দুপুর সাড়ে১২টার সময় বাড়ির সামনে এসে পৌছলে একদল মুখোশধারী সন্ত্রাসী  সিএনজি অটোরিকশা যোগে  তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়।

বাড়ি থেকে মোবাইল ফোনে অপহরণের সংবাদ পেয়ে তার ভাগিনা তারেক ও ডা.আনোয়ার সন্ত্রাসীদেরকে পিছু ধাওয়া করে উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলি বিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্বজন ডা.আনোয়ার ও তারেক জানান "আলাউদ্দনি মেম্বারের সাথে পূর্বশত্রুতা ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ,শহীদ সহ মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে সিএনজি যোগে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

এই ঘটনার জের ধরে আলীয়ারা গ্রামে দু'পক্ষরে সংঘর্ষ, হামলা, ভাঙচুুর, অগ্নসিংযোগ ও লুটপাট চলছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন,  একজনকে হত্যার খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে  ঘটনাস্থল উপস্থতি হয়েছি। আসামীদের গ্রপ্তােরের চেষ্টা অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়