শিরোনাম
◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত ◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর ফ্লেক্সিলোড দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শার্শার রামপুর গ্রামের মমতাজ রহমানের ছেলে সাজু। শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্টের সাদিপুর রোডের ওই দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল চুরি হয়। এরপর ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক ও দোকান মালিক আক্তার হোসেন পুলিশকে অবহিত করলে তদন্ত শুরু হয়।

সিসিটিভি ফুটেজ ও চুরি হওয়া মোবাইলের ট্র্যাকিংয়ের মাধ্যমে চোরের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে জনবসতিহীন এক মাছের ঘেরে অভিযান চালিয়ে সাজুকে আটক করা হয়। অভিযানে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড, চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাজু পুলিশের কাছে স্বীকার করেছে, চুরি করা টাকা তার সহযোগী রুবেলের কাছে রয়েছে, যিনি এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক জানান, ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হলে তারা দ্রুত ব্যবস্থা নেয় এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ৪৮ ঘণ্টার মধ্যে চোরকে ধরতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এই চোরচক্রের আরও সদস্য রয়েছে, যারা মাছের ঘেরে বসবাস করে সংঘবদ্ধভাবে চুরি-ডাকাতি করে। পুলিশ ইতোমধ্যে তাদের আস্তানা উচ্ছেদ করেছে এবং চুরি হওয়া টাকা উদ্ধারে কাজ করছে।

ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাতে পুলিশি টহল বাড়ানোর দাবিও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়