শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে 'সমন্বয়ক' পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে 'সমন্বয়ক' পরিচয়ে একটি বাড়িতে চাঁদাবাজির অভিযোগে সোহেল রানা (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরএলাকার স্বরূপনগর মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মহল্লার মৃত শরিফুল ইসলামের ছেলে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক পরিচয় দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সমন্বয়ক পরিচয়ে সোহেল রানাসহ ৪জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে যান। ওই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে এমন অভিযোগ তুলে তারা চাঁদা দাবি করেন। ওই বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকার করলে তারা নারীদের গলা থেকে দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে বাড়ির লোকজনের চিৎকারে সোহেলের সহযোগিরা পালিয়ে যায়। এ সময় তারা সমন্বয়ক পরিচয় দেয়া সোহেলকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। 

অবসরপ্রাপ্ত সেনাসদস্য লিয়াকত আলী বলেন, ‘শুক্রবার আমার মেয়েকে ছেলে পক্ষ দেখতে আসবে। তার আগের রাতেই কয়েকজন যুবক বাল্যবিয়ের অভিযোগ তুলে চাঁদা দাবি করে।পরে তারা জোর করে বাড়িতে ঢুকে অপ্রীতিকর আচরণ করে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় সোহেলসহ ৪জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়