শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট।

প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার দায়ের করা একটি রিটের শুনানি শেষে বুধবার ৩০ জুলাই হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ হামিদুল রহমান সমন্বয়ে গাঠিত ডিভিশন বেঞ্চ আবেদনকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা-কে বরখাস্তের আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন।

হাইকোর্টের আইনজীবী বিভূতি ভূষণ সরকার রিট আবেদনটি (নং১০৪৮১/২৫) হাইকোর্ট বেঞ্চে দাখিল করেন। হাইকোর্ট এ প্রেক্ষিতে বরখাস্তের আদেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন। এতে করে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা  পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই।

গত ২৭ জুলাই তারিখে তাঁকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হলে তিনি পর দিন হাইকোর্টে  উক্ত আদেশের বিপক্ষে একটি রিট আবেদন করেন। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারী তারিখে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি সহ বিস্তর অভিযোগ এনে জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের দীন মোহাম্মদ সাদিক ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন।

এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে অত্রাফিসের একটি স্বারকে ১০ ফেব্রুয়ারী ছাতক উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি প্রদান করেন। তদন্ত ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে গত ২৭ জুলাই মোহাম্মদ আবু হেনা-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়