শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ, কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো? ◈ ক্রিকেটার সোহা‌নের অ‌ভি‌যোগ, কোচ হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারতেন না ◈ আগামী বছর মা‌র্চে আর্জেন্টিনা-স্পেন মহারণ ◈ আলোচনার প্রথম দিন: ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদল মার্কিন পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত  ◈ জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল? ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত?

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে হরিণ ও বন্য শুকর, বন বিভাগের সাহসী অভিযানে উদ্ধার!

এস.এম.  সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফাঁদে আটকে পড়া একটি হরিণ ও একটি বন্য শুকর উদ্ধার করেছে বন বিভাগের স্পার্ট টিম। একইসাথে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গত রবিবার (২৭ জুলাই) বিকেলে চাঁদপাই রেঞ্জের স্পার্ট টিম এর দলনেতা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম ও তার দল মরাপশুর সংলগ্ন বয়ারশিং এলাকা থেকে এসব ফাঁদ উদ্ধার করেন। উদ্ধার করা ফাঁদগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় ১ কিলোমিটার।

অভিযানের সময় একটি হরিণ ফাঁদে আটকে যায় এবং আহত হয়। বনরক্ষীরা দ্রুত হরিণটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে আবারও বনে অবমুক্ত করেন। একই এলাকায় শিকারের ফাঁদে আটক একটি বন্য শুকরও উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়।

বন বিভাগ জানিয়েছে, শিকারিরা সুযোগ পেলে এভাবেই ফাঁদ পেতে হরিণসহ নানা বন্যপ্রাণী শিকারের চেষ্টা চালায়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “মরাপশুর টহল ফাঁড়ির বয়ারশিং এলাকা থেকে ফাঁদগুলো উদ্ধার করা না গেলে আরও অনেক হরিণের প্রাণহানি ঘটতে পারত। বন্যপ্রাণী রক্ষায় আমাদের টিম প্রতিদিন ফুট প্যাট্রোল করছে। আমি নিজেও সহকর্মীদের সাথে এই কাজে সরাসরি সম্পৃক্ত থেকে গর্ব অনুভব করছি। আমাদের সকলেরই সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়