শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বছরে পানিতে ডুবে ১২৫ শিশুর মৃত্যু

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ১ বছরে পানিতে ডুবে অন্তত ১২৫ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সদর উপজেলায়। এ উপজেলায় মৃত্যু হয় ৪০ শিশুর। এর বাইরে গত ১ বছরে রায়পুরে ২০, রামগঞ্জে ২৮, কমলনগরে ২৮ এবং রামগতি উপজেলায় ৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯জুলাই) দুপুরে বিশ্ব পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় তথ্যটি প্রকাশ করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। 

সদর উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমি আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরে দিবসটি উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। অন্যদিকে জেলার কমলনগর ও রামগতিতেও দিবসটি উদযাপন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, অন্যান্য এলাকা থেকে লক্ষ্মীপুর কিছুটা নিচু এলাকা। ফলে বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা তৈরি হয়, যা শিশুদের জন্য হুমকি স্বরুপ। একটু অসচেতন হলেই যেকোন বাচ্চা পানিতে ডুবে মারা যেতে পারে। আর এর থেকে উত্তোরনের উপায় হচ্ছে অভিভাবকদের সচেতনতা ও শিশুদের সাঁতার শিখানো।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়