শিরোনাম
◈ শুধুমাত্র আ‌মে‌রিকার কার‌ণে ইসরায়েলের অস্তিত্ব টিকে আছে: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেয়া হবে ◈ 'তাৎক্ষণিক ও শর্তহীন' যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া, মালয়েশিয়ার মধ্যস্থতায় চুক্তি ◈ শহীদ মাহফুজের গল্প: সেনা হতে চাওয়া কিশোর আজ ইতিহাসের রক্তাক্ত পাতা ◈ নোয়াখালী শহর ডুবল ৩ ঘন্টার বৃষ্টিতে, দেখা দিয়েছে দুর্ভোগ ◈ ৭ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ৫ সমন্বয়ক গ্রেফতারের খবরে বেদনায় নীল হয়ে গেছি, এ কোন দুর্দিনে আমরা? মির্জা ফখরুল ◈ জয়েই আস্থা নিষিদ্ধ আওয়ামী লীগের! গোপন বৈঠকে সিদ্ধান্ত ◈ জোয়ারের পানিতে ক্ষতবিক্ষত সেন্টমার্টিন, চার দিন পর শুরু নৌযান চলাচল ◈ লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল কাস্টমসে রাজস্বের লক্ষমাত্রা ৮ হাজার ৩৭০ কোটি

আইরিন হক,বেনাপোল(যশোর) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউস থেকে  রাজস্ব আয়ের লক্ষমাত্রা  ৮ হাজার ৩৭০ কোটি টাকা নির্ধারন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যা গত অর্থবছরের চাইতে ১ হাজার ৬৬৫ কোটা টাকা বেশি। 

রোববার(২৭ জুলাই) দুপুরে বেনাপোল কাস্টমস পরিসংখন শাখার শাখা সহকারি মাসুম মিয়া রাজস্বের লক্ষমাত্রা নির্ধারনের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আশা করছেন, কাস্টমস কর্মকর্তাদের স্বচ্ছতা,জবাবদিহীতা ও নিরালস প্রচেষ্টা বছর শেষে লক্ষমাত্রা অর্জনে বড় ভুমিকা রাখবে।

এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষমাত্রা ৬ হাজার ৭০৫ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ। যা লক্ষমাত্রার চেয়ে বেশি ছিল ৩১৬ কোটি ৫১ লাখ টাকা।

বেনাপোল কাস্টম হাউজ সূত্রে বলছে, ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় তার ওপর প্রতি অর্থবছরে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি হয় ১৪ লাখ ৯৮ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পন্য। এসময় আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আদায় হয়  ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা।

এদিকে গত অর্থবছরের চাইতে এবার দেড় হাজার কোটি টাকা বেশি রাজস্ব আয়ের লক্ষমাত্রা পুরনের বিষয়ে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা নানান মত প্রকাশ করেছেন।

বেনাপোল বন্দর আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ০৫ আগস্ট পর হতে একের পর এক নিষেধাজ্ঞা এসেছে বানিজ্যে। এতে বর্তমানে সুতা, গুঁড়া দুধ, তামাক, নিউজপ্রিন্ট, বিভিন্ন ধরনের কাগজ ও পেপার বোর্ড আমদানি বন্ধ রয়েছে।এতে বানিজ্যের পরিমান স্বাভাবিক সময়ের চাইতে ৬০ শতাংশ কমে এসেছে। এ অবস্থা চলতে থাকলে লক্ষমাত্রা অর্জন কঠিন হয়ে দাড়াবে। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ জানান,  কাস্টমসে পণ্য ছাড়করন সহজ ও ব্যবসায়ীদের বৈধ সুযোগ সুবিধা নিশ্চিত না হলে রাজস্ব আয় বাড়ার সুযোগ কম।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের  কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, রাজস্ব আহরনে কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি সিঅ্যান্ডএফ সদস্যদের বড় ভুমিকা রয়েছে। তবে রাজস্ব আয় বাড়লে এখনও সুবিধা বঞ্চিত ব্যবসায়ীরা। কাস্টমস হাউসে প্রয়োজনীয় অবকাঠামো এখনো গড়ে উঠেনি। এতে ব্যবসায়ীদের দূর্ভোগ ও ভোগান্তিতে পড়তে হয়। এনবিআর এসব দিকে নজর দিলে লক্ষমাত্রার বেশি রাজস্ব আয় সম্ভব জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়