শিরোনাম
◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি ◈ একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল ◈ যেই দ্বীপে বাড়ি কিনলেই মিলবে নাগরিকত্ব! সৌন্দর্যের পাশাপাশি পাসপোর্টে মিলছে বৈশ্বিক সুবিধা ◈ বকেয়ায় কয়লা আমদানি করতে না পারায় বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র! ◈ থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও) ◈ সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল ◈ ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার ◈ আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ ◈ ডকুমেন্ট সত্যায়নের ভোগান্তি কমেছে, মাসে দেড় লাখ নথি সত্যায়ন, এপোস্টিলে যেভাবে কাজ হয় ◈ ক্ষতিপূরণ পেতে অপেক্ষার প্রহর গুণছে ছাতক গ্যাসক্ষেত্র!

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা,আটক ১

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় স্বামী মোঃ ইয়ামিন (৪০) কে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

আজ সোমবার (২৮জুলাই) দুপুরের ড় দিকে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে এমন ঘটনাটি ঘটে।  ইয়ামিন বাটুলিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

এই বিষয়ে স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, ইয়ামিন প্রায় তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করে। তারই জের ধরে আজ সকালে ইয়ামিন ও তার স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে গলায় ধারালো অস্ত্র ছোরা দিয়ে পুচ দিয়ে হত্যার চেষ্টা করে। পরে আশেপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। 

এই বিষয়ে কৃষক তাহের বলেন, আমি সকাল বেলা ইয়ামিসের বাড়ী পাশে ক্ষেতে কাজ করতে ছিলাম।এমন সময় চিৎকারের শব্দ পেয়ে দৌড়ি য়ে গিয়ে দেখি ইয়ামিনের স্ত্রীর গলা থেকে রক্ত ঝড়তেছে। পরে তাকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে স্বামী ইয়ামিন বলেন, পারিবারিক কলহে আজ সকালে দুই জনের মধ্যে ঝগড়া হয়। সেই সময় আমি তার গলায় ছুরি দিয়ে পোছ দেই। পরে আমি নিজেই থানায় পুলিশকে ফোন দেয়।

ধামরাই সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার আহম্মেদুল হক তিতাস বলেন, আজ বেলা ১২টার দিকে একজন মহিলা গলাকাটা অবস্থায় হাসপাতালে আসে। আমি পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়েছে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ইয়ামিন নামে এক যুবক মোবাইল ফোনে আমাকে বলে আমি আমার স্ত্রীকে মাডার করেছি। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ইয়ামিমকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়