শিরোনাম
◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি ◈ একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল ◈ যেই দ্বীপে বাড়ি কিনলেই মিলবে নাগরিকত্ব! সৌন্দর্যের পাশাপাশি পাসপোর্টে মিলছে বৈশ্বিক সুবিধা ◈ বকেয়ায় কয়লা আমদানি করতে না পারায় বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র! ◈ থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও) ◈ সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল ◈ ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার ◈ আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ ◈ ডকুমেন্ট সত্যায়নের ভোগান্তি কমেছে, মাসে দেড় লাখ নথি সত্যায়ন, এপোস্টিলে যেভাবে কাজ হয় ◈ ক্ষতিপূরণ পেতে অপেক্ষার প্রহর গুণছে ছাতক গ্যাসক্ষেত্র!

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

মিজান লিটন, চাঁদপুর: বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন চাঁদপুর শহরে একাংশে গ্যাস লাইনে লিকেজের কারণে সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে লিকেজ মেরামতের জন্য কাজ শুরু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজী মহসিন রোড মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজের সামনে রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে এবং চাঁদপুর গ্যাস অফিসে ফোন করে বিষয়টি জানান।

ব্যবসায়ীরা আরো জানান, কয়েকদিন আগেও ওই স্থান থেকে কয়েকগজ দুরে আগুন লাগে। ওইস্থান মেরামত করার পর আবারও একই ঘটনা ঘটে।

শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিন ও মো. বিল্লাল মিজি বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে লাইনে ত্রুটি ও যান্ত্রিক সমস্যা হতে পারে। কিন্তু গ্যাস কোম্পানী থেকে কোন সতর্ক বার্তা কিংবা মাইকিং করা হয়নি। যে কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খাবার হোটেলে লাইন দিয়ে সকালের নাস্তা ও দুপুরের খাবার কিনতে হয়েছে।

মেরামতের কাজে আসা কোম্পানীর সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহের এই লাইন অনেক পুরনো। লাইন স্থাপনের পর এই সড়ক কয়েকবার উঁচু করা হয়েছে। যে কারণে মেরামত করতে একটু সময় লাগবে। গতকাল আগুনের সংবাদ পেয়ে শহরের দক্ষিণাঞ্চল অর্থাৎ রেললাইনের দক্ষিণ পাশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। একই সাথে এই অংশে থাকা পুরাণ বাজার অংশের সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

কোম্পনীর কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান বলেন, রাতে সংবাদ পেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুধিার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়