শাহাজাদা এমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) সদর দক্ষণি থানাধীন ২২নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর পশ্চমি পাড়ায় ড্রনে নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী।
নিয়মনীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে নি¤œমানের সামগ্রী দিয়ে পানি, ময়লা ও কাদাযুক্ত মাটির মধ্যইে চলছে ড্রেেনর ঢালাইয়ের কাজ। নির্মাণ কাজ চলা অবস্থায় ড্রেেনর একাংশ হেলে পড়েছে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার অবগত করার পরও কোনো সমাধান না পাওয়ায় ক্ষপ্তি হয়ে শনিবার (২৬ জুলাই) দুপুর ১ টার দিকে ড্রেেনর নির্মাণ কাজ বন্ধ করে দেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ও মহানগর যুবদল সদস্য মোতালেব হোসেন বলেন, সিটি কর্পোরেশন দক্ষণি অংশের মধ্যে শ্রীবল্লভপুর পশ্চমি পাড়া সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লিংক রোড হিসেবে প্রতিদিন হাজারো মানুষ এই সড়কে চলাচল করে। অথচ ড্রনে নির্মাণের নামে দীর্ঘদিন ধরে ঠিকাদার এ সড়ক বন্ধ করে রেখেছে।
এরই মধ্যে রাতের আঁধারে পানি, ময়লা ও কাঁদাযুক্ত মাটির মধ্যইে চলছে ড্রেেনর ঢালাই কাজ। কর্তৃপক্ষরে যথাযথ তদারকি না থাকায় এবং ঠিকাদারের দুর্নীতির কারণে কাজ চলা অবস্থায় ড্রনেটি একদিকে হেলে পড়েছে। একাধিকবার অবগত করার পরও কর্ণপাত না করায় এলাকাবাসী ড্রেেনর কাজ বন্ধ করে দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠিকাদারের কাজগুলো করছে একটি ঠিকাদার সিন্ডেিকট।
এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত এই সমস্যার সমাধানে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষরে হস্তক্ষপে কামনা করেছি। যেন দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে যথাযথ পদক্ষপে নেয় এবং কাজের মান নিশ্চতি করে।
ষাটোধ্র্ব বয়সী বাবুল মিয়া বলেন, এতটুকু ড্রনে নির্মাণে কাজের শুরুতেই দুই নম্বরি করা শুরু করে দিয়েছেন ঠিকাদার। এলাকাবাসীর পক্ষ থেকে বলা হলেও তারা শোনেনি। কোনো উপায় না পেয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। আমাদের দাবি, কাজটা যেন সঠিক নিয়মে হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দনি চিশতী বলেন, কাজে অনিয়মকারী ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।