শিরোনাম
◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ১২:৪৩ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বাড়িতেই শোবিজের ২০ তারকার বসবাস

নিলয় আলমগীর-তাসনুভা তাবাসসুম হৃদি, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজ নূর ইমরান, মাসুম বাশার-মিলি বাশার, নাবিলা ইসলাম এবং সামিয়া অথৈ। ছবি: কোলাজ ইত্তেফাক।

নাটক-সিনেমার ইনডোর শুটিংয়ের জন্য উত্তরা যেন এক ‘শুটিং পাড়া’। সে কারণেই কাজের সুবিধার্থে এখানকার একটি ১০তলা সাদা ভবনে পরিবারসহ থাকেন দেশের জনপ্রিয় ২০ জন তারকা।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এই ভবনে থাকেন স্ত্রী ও ছেলেকে নিয়ে। প্রায়শই পরিবারের সঙ্গে এই এলাকাতেই দেখা মেলে তারকার।

এছাড়াও একই ভবনে রয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। যদিও ব্যস্ততার কারণে এই বাড়িতে খুব একটা দেখা মেলে না তার।

আছেন নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাসনুভা তাবাসসুম হৃদি। এই দম্পতির ফেসবুক পোস্টে মাঝেমধ্যেই এই বাড়ির ছাদ বা ভেতরের অংশ উঠে আসে।

এছাড়া রয়েছেন মেধাবী ওটিটি অভিনেতা শ্যামল মাওলা এবং তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহা। 

তারকা দম্পতি নাজিয়া হক অর্ষা এবং মোস্তাফিজ নূর ইমরান থাকেন এই ভবনেই।

এদিকে মঞ্চ, টিভি ও সিনেমার অভিজ্ঞ অভিনেতা সাজু খাদেম ও তার স্ত্রী মঞ্চশিল্পী পৈত্রি হক দম্পতিও আছেন এই তালিকায়।

এই তারকাবহুল ভবনে আরও থাকেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, আরফান আহমেদ, শিবলী নোমান, নাবিলা ইসলাম এবং সামিয়া অথৈ।

শুধু অভিনয়শিল্পীই নয়, এই ভবনে আরও বসবাস করেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম-ও।

এছাড়াও পর্দায় বাবা-মায়ের চরিত্রে অভিনয়ে যাদের নিয়মিত দেখা যায়—মাসুম বাশার ও মিলি বাশার দম্পতি, তাদের কন্যা অভিনেত্রী নাজিবা বাশারকে নিয়ে থাকেন এখানে।

শুধু পাশাপাশি থাকেন বলেই নয়, মাঝে মাঝে এই তারকারা খোলা ছাদে মিলিত হন আড্ডা আর খাওয়া-দাওয়ার আনন্দে। সেসব মুহূর্ত ছবি হয়ে উঠে আসে তাদের সোশ্যাল মিডিয়ায়, যা দেখে দারুণ খুশি হন ভক্তরাও।

ঢাকার মতো একটি ব্যস্ত শহরে এক ছাদের নিচে এতগুলো তারকার বসবাস নিয়ে একটি ধারাবাহিক নাটক বানানো যায় বলেও মন্তব্য করেন তাদের ভক্তরা। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়