শিরোনাম
◈ পোশাক খাতের সাফল্যের পাশাপাশি পশ্চিমা বাজারে ঝুঁকি বাড়ছে ◈ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে ◈ গুলশানের হোটেল ওয়েস্টিনে মার্কিন নাগরিকের লাশ ◈ খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ০২:১৯ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর আস্ক‌রিয়ায় সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতরে খেলতে খেলতে সাপের কামড়ে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম হাদিকা সোলতানা নুসরাত। সে ওই এলাকার মুহাম্মদ জাকের হোছেনের একমাত্র কন্যা।

জানা যায়, ঘরের একটি কক্ষে শিশু হাদিকা খেলছিল। পাশের দরোজায় শিশুটির মা ব্যস্ত ছিলেন গৃহকর্মে। হঠাৎ ধানের বস্তা ও আলনার ফাঁক দিয়ে ‘কালো জাওরা’ (স্থানীয় নাম) নামে একটি বিষধর সাপ বের হয়ে শিশুটির বাম পায়ের মধ্য আঙুলে কামড় বসিয়ে দেয়। শিশুটি "আম্মু" বলে চিৎকার করলে মা দৌড়ে এসে দেখতে পান সাপটি বাড়ির বাঁশের খুঁটিতে প্যাঁচিয়ে আছে।

এ সময় শিশুটিকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাদিকার পিতা জাকের হোছেন বলেন, “আমার মেয়েটি ঘরের ভেতর মোবাইলের চার্জার নিয়ে খেলছিল। হঠাৎ সাপটি কামড় দেয়। দ্রুত হাসপাতালে নিলেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।”এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়