শিরোনাম
◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে ◈ পাহাড়ে নতুন এক বাংলাদেশ! দুই-তিনদিনের পথ এখন পাড়ি দিচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মোসাম্মৎ হাবিবা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে, চরএলাহী ইউনিয়নের ফকির বাড়িতে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেলে ফেনীর মহিপাল এলাকায় শিশুটির মৃত্যু হয়।

হাবিবার বাবা মো. হানিফ জানান, দুপুরে মাদ্রাসা শেষে বাড়ি ফিরে হাবিবা বসতঘরে চালের ড্রামের পাশে খেলছিল। একপর্যায়ে তার হাত থেকে একটি কলম পড়ে গেলে সেটা তুলতে গেলে তাকে বিষধর সাপ কামড় দেয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে হাবিবার হাতে বাঁধন দিয়ে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে অ্যান্টি-ভেনম না থাকায় দ্রুত ঢাকায় রওনা দেওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।

হাবিবা চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “দুপুরে হাবিবা ক্লাস শেষে বাড়ি ফেরে। এমন হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি থানায় জানানো হয়নি। আমরা খোঁজ নিচ্ছি।”

স্থানীয়রা জানান, এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। চিকিৎসার ব্যবস্থা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়