শিরোনাম
◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ, এক জনের মরদেহ উদ্ধার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এর মধ্যে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার দত্তেরবাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা আক্তার (১৪), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। এর মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে নদী পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তেরবাজার এলাকায় পৌঁছালে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এতে ছয়জন তীরে সাঁতরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ থাকে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, "নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়