শিরোনাম
◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ◈ মার্কিন শুল্কছাড়ে লাভবান বাংলাদেশ, ধস নেমেছে ভারতের টেক্সটাইল শেয়ারবাজারে

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৯:৫২ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো স্কুলছাত্রের মরদেহ

আরমান কবীর : টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্র নাজিম সিকদারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
রবিবার (১৫ জুন) সকালে উপজেলার হাটুভাঙ্গা এলাকার বংশাই নদীতে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে। মৃত নাজিম সিকদার উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
 
এর আগে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে পিকনিকের নৌকার ছাদে ডিজে গানের তালে তালে বন্ধুদের সাথে নাচতে গিয়ে বংশাই নদীতে পড়ে সে নিখোঁজ হয়। রবিবার সকালে মজিদপুর গ্রামের বাসিন্দা নাজিমের প্রতিবেশি সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
 
স্থানীয়রা জানায়, নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে তারা হাটুভাঙা ব্রিজের পূর্বপাশ থেকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তারা নৌকার ছাদে ডিজে গানের তালে তালে নাচতে থাকে। সকাল ৮টার দিকে ব্রিজের কিছুটা পশ্চিম দিকে পৌছালে নৌকার ছাদ থেকে নাজিম নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুজি করা হয় তাকে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়ে নাজিমকে খোঁজতে থাকে। বিকাল ৪টা পর্যন্ত ডুবুরি দল নাজিমকে খুঁজে না পেয়ে চলে যায়।
 
রবিবার সকাল ৮টার দিকে হাটুভাঙ্গা বংশাই ব্রিজের একটু পশ্চিম পাশে নাজিমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়