শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনা নদীতে জেলের জালে ২৯ কেজির বিগহেড মাছ

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে এবার ধরা পড়লো ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে রোববার সকাল ১১টার দিকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা।

জানা যায়,উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় রোববার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা মাছ ধরছিলেন এসময় সকাল ১১টার দিকে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে।পরে মাছটি স্থানীয় ব্যাপারী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজার ৬৫০ টাকা মাছটি বিক্রি করেন।

স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল জানান, সকালে জেলে হরিমন বর্মন, পরিতোষ বর্মন, সত্যগুণ বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান।পরে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে।মাছটি ব্যাপারি সুমনের কাছে ৮৫০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়।তিনি আরো জানান, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ,২৮ এপ্রিল ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ও ১০ মে মেঘনা নদীতে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ জেলেদের জালে ধরা পরে।

জেলে পরিতোষ বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন ২৯ কেজি। ৮৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারি সুমন মিয়ার কাছে বিক্রি করেছি। তিনি ভৈরব ফেরিঘাটে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। এই বছর সৌভাগ্যক্রমে একাধিক বড় মাছ জালে লেগেছে।বড় মাছ ধরা পড়াতে তিনি খুব উৎফুল্ল প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়