শিরোনাম
◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ ◈ সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর ◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত ◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী 

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনা নদীতে জেলের জালে ২৯ কেজির বিগহেড মাছ

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে এবার ধরা পড়লো ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে রোববার সকাল ১১টার দিকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা।

জানা যায়,উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় রোববার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা মাছ ধরছিলেন এসময় সকাল ১১টার দিকে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে।পরে মাছটি স্থানীয় ব্যাপারী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজার ৬৫০ টাকা মাছটি বিক্রি করেন।

স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল জানান, সকালে জেলে হরিমন বর্মন, পরিতোষ বর্মন, সত্যগুণ বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান।পরে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে।মাছটি ব্যাপারি সুমনের কাছে ৮৫০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়।তিনি আরো জানান, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ,২৮ এপ্রিল ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ও ১০ মে মেঘনা নদীতে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ জেলেদের জালে ধরা পরে।

জেলে পরিতোষ বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন ২৯ কেজি। ৮৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারি সুমন মিয়ার কাছে বিক্রি করেছি। তিনি ভৈরব ফেরিঘাটে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। এই বছর সৌভাগ্যক্রমে একাধিক বড় মাছ জালে লেগেছে।বড় মাছ ধরা পড়াতে তিনি খুব উৎফুল্ল প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়