শামীম মীর গৌরনদী ( বরিশাল) প্রতিনিধি:: জেলার গৌরনদী উপজেলার ধানডোবা এলাকায় সরকারি খালের জায়গা দখল করে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৮ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় অভিযোগের ভিত্তিতে ধানডোবা গ্রামের মৃত রহমান হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদারের নির্মিত স্থাপনাটি উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গয়নাঘাটা পুরনো ব্রীজ দখল করে থাকা ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে প্রশাসন।