শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ

গাজীপুর মহানগরীতে কলের পানি পান করে একটি কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড’ করাখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ দিকে এ ঘটনার পর থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও ওই কারখানায় শ্রমিকরা কাজে যান। পরে তারা কারখানায় কলের পানি পান করেন। ওই পানি পানের পর অর্ধশতাধিক শ্রমিকের পেট ব্যথা শুরু হয়৷ পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এরমধ্যে শ্রমিকরা উত্তেজিত হলে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড’ কারখানার শ্রমিক মেহেদী হাসান জানান, আমাদের কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজে এসে তাদের মধ্যে অনেকেই কলের পানি পান করেন। এরপরই তারা অসুস্থ হয়ে যান৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কারখানা ছুটি দেয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি এ কেএম জহিরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন শ্রমিকরা কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন। আজ তারা কারখানার ওই পানি পান করলে ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করে এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। এ ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়