অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সদ্যগঠিত উলিপুর উপজেলা বিএনপির কমিটি অর্থের বিনিময়ে আওয়ামী দোসর ও মামলার আসামি দিয়ে কমিটি গঠন করায় ক্ষোভে বিএনপির চার নেতা পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ মে) দুপুরে শহরের হাজী সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকৃত সদস্যরা হলে, সদ্য ঘোষিত উপজেলা বিএনপির ৪ নম্বর যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১ নং যুগ্ম-আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, ৯ নং যুগ্ম-আহ্বায়ক মতলেবুর রহমান ও ২৫ নং সদস্য আমিনুল ইসলাম।
পদত্যাগকারীদের পক্ষ থেকে আমিনুল ইসলাম ফুলু বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচীতে অংশগ্রহণ করেননি। বিগত দিনে ধানের শীষে প্রতীক নিয়ে উলিপুর পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে নিজের গা-বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন।
পরে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্ব-শরীরে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেন।
তিনি আরও বলেন, জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী দোষর ও ফ্যাসিস্ট মামলার ৬৩ নম্বর আসামি শহিদুল রহমানকে সদ্য ঘোষিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা করেছে। কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফ্যাসিস্ট গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন। শুধু তাই নয় উক্ত বাদল ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবার কাকাতো ভাই রতিন্দ্রনাথ প্রসাদ পাণ্ডের মোটরসাইকেলের পিছনে বসে নৌকার প্রচার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন।
এ সময় আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান, আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের বিভিন্ন স্তরের সমর্থকরা উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উলিপুরে যে কমিটি দেওয়া হয়েছে তা ব্যালেন্স করে করা হয়েছে। তাদের মনঃপূত না হওয়ায় কমিটি নিয়ে এসব প্রশ্ন তুলছেন তারা। সংবাদ সন্মেলন ও পদত্যাগের বিষয়ে কোন তথ্য আমার জানা নেই। এ ধরনের কোন পদত্যাগপত্র আমি হাতে পাইনি।