শিরোনাম
◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় ◈ বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি ◈ ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ ঈদের সময় অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা, সরকারি প্রতিক্রিয়া কি? ◈ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে না ভারতে! সমস্যার কারণ পাকিস্তান ◈ বিদেশের মাটিতে পাকিস্তানের কাছে হারলো ভারত! ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট বাংলা‌দেশ দ‌লের নতুন পেস বোলিং কোচ ◈ পুলিশের হাতে ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ হাসিনাপুত্র জয় নাগরিকত্ব নিলেন যুক্তরাষ্ট্রের, নিয়েছেন শপথ

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০২:০২ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে সুমন হত্যা মামলার আসামি গ্রেফতার

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তের সুমন হোসেন নামে এক যুবক হত্যা মামলার প্রধান  আসামি জহিরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল ১১ টার দিকে বেনাপোলের  বাহাদুরপুর এলাকায় অভিযান পরচিালনা করে এ হত্যাকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জহুরুল ইসলাম বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। এর আগে সুমন হত্যার ঘটনায় গত ১১ মে নিহতের পিতা বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় মামলা দায়ের করে।

বেনাপোল পোর্টথানা ওসি রাসেল মিয়া জানায়, গত ০৯ মে সুমন হোসেন কে বেনাপোল ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে জহিরুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী পূর্ব পরিকল্পিতভাবে জমি বন্ধকের পাওনা ৬০ হাজার টাকা চাওয়াকে  কেন্দ্র করে  পিটিয়ে জখম করে।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগীতায়  তার পরিবারের সদস্যরা  সুমন কে উদ্ধার করে বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে নিয়ে ভর্তি করা হলে  কতর্ব্যরত চিকিৎসক  সুমনকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় সুমনের  পিতা বাদী হয়ে ০৬ জন ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীর বিরুদ্বে এজাহার দায়ের করিলে বেনাপোল পোট থানা পুলিশ একদিন পর সুমনকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়