শিরোনাম
◈ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের অর্থমন্ত্রীকে বিকল্প খোঁজার পরামর্শ ◈ পুলিশ হেফাজত থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ (ভিডিও) ◈ পা‌কিস্তান সুপার লি‌গে লাহোর কালান্দার্সে খেল‌বেন সাকিব ◈ সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ ◈ প্রাথমিকে আসছে বড় নিয়োগ, ৯৩ শতাংশই মেধায় ◈ কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ◈ আকবরের সেঞ্চুরি কা‌জে আস‌লো না, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ১০ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দেশ   ◈ শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে হত্যা মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালীতে পু‌লি‌শের পৃথক অভিযান পরিচালনা করে হত‌্যা মামলার এক আসামী ও নাশকতা মামলার তিন আসামীসহ ৪জন কে গ্রেফতার করেছে পুলিশ।শ‌নিবার বিকা‌লে আসা‌মি গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেন থানার অপারেশন অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

বাঁশখালী থানা পু‌লিশ উপজেলার চাম্বল, বাহারছড়া ও গন্ডামারা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামী মো. সাগর (৩২), মো. জামাল (৫০) এবং হত‌্যা মামলার আসামী মো. শফিকুর রহমান সাফায়েত (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আসামীদের ম‌ধ্যে মো. সাগর উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের পুত্র, মো. জামাল বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সালেহ আহমদের পুত্র, মো. শফিকুর রহমান গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাকের আহমদের পুত্র।

অপর‌দি‌কে  অপর অভিযানে সাধনপুর এলাকা থেকে নাশকতা মামলার আসামী মো. মুজিবুল আলম (৪১) কে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ টিম। গ্রেফতার মুজিবুল আলম সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুয়ারী পাড়া মৌলভী বাড়ির মো. মুফিজুল আলমের পুত্র।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘ বাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার তিন আসামী ও হত‌্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অপরাধ নির্মু‌লে পু‌লি‌শের এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়