শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:১১ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ২৯ কেজি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ৩

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : ২৯ কেজি ওজনের মুল্যবান বিষ্ণুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। এসময় মূতি পাচারকারী ৩ সদস্যকে আটক করা হয়েছে। মূর্তিটির উচ্চতা ১৭ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন ২৯ কেজি।

শুক্রবার (৯ মে) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, বগুড়ার শেরপুর থানার আড়ং শাইল গ্রামের আব্দুস সালামের ছেলে নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামানিকের ছেলে ফরিদ প্রামানিক (৩৫) ও মৃত রইস উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের (৮ মে) রাতে শেরপুর থানার রাজবাড়ী মুকুন্দ গ্রামের মাওলানা আল-আমিনের মাছের খাবারের ঘরের ভিতর অভিযান চালিয়ে বিষ্ণু মুর্তি উদ্ধার করা হয়। এসময় ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিষ্ণু মূর্তিটি নিজ হেফজতে রেখে বিদেশে পাচারের চেষ্টার কথা স্বীকার করেছেন। এঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত মূতিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়