শিরোনাম
◈ গু‌নে-গু‌নে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ ইউনূস সরকারকে সংস্কারে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইইউ, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই ◈ দিনের ভোট এবার রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি ◈ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার ◈ জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ আজ বন্ধ হচ্ছে ◈ ভারতে আত্মগোপনে বাহাউদ্দিন নাছিম: কলকাতায় বিলাসবহুল জীবন, পাচার করা অর্থে ব্যবসায় বিনিয়োগ ◈ হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৫৪, জিএমপির অভিযান অব্যাহত ◈ স্বাস্থ্যখাতে বড় রদবদলের সুপারিশ: পৃথক সার্ভিস, বাজেট সংস্কার ও আউটসোর্সিং প্রস্তাব ◈ সরকারি কোয়ার্টার নিয়ে বহিরাগতদের কাছে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা ◈ টিয়ারশেল নিক্ষেপ করে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় মামলা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গত সোমবার (২৮) এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে আশা ফিলিং স্টেশনের সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উপজেলা সদরের কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আরিফুল ইসলাম ওরফে বকুল (২০) নিহত হয়। সড়ক দূর্ঘটনায় বকুল নিহত হওয়ার পর থেকে ওই ঘটনায় সন্দেহ হলে নিহত আরিফুল ইসলাম বকুলের মা শরিফুন নেছা বাদী হয়ে গত শুক্রবার (০২ মে) রাতে আদমদীঘি থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, সড়ক দূর্ঘটনায় নিহত আরিফুল ইসলাম ওরফে বকুল নওগাঁর একটি দোকানে ফ্রিজ মেরামতের মেকানিকের কাজ করে নিজ বাড়ী ফেরার পথে গত সোমবার ২৮ (এপ্রিল) রাত্রী অনুমান ১১ ঘটিকায় নওগাঁ হইতে মোটরসাইকেল যোগে রওনা করিয়া আদমদীঘি থানাধীন আশা ফিলিং স্টেশনের সামনে বগুড়া টু নওগাঁ মহাসড়কের
উপর একই তারিখ রাত্রী সাড়ে ১১ টায় পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ী চালক বেপরোয়া গতিতে গাড়ী চালাইয়া আমার ছেলের মোটরসাইকেলে ধাক্কা মারিয়া সড়ক দূর্ঘটনা সংগঠিত করে। ঘটনাস্থলে অজ্ঞাতনামা গাড়ীর দূর্ঘটনায় আমার ছেলের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হইয়া গুরুত্বর রক্তাক্ত জখম করিয়া ওই অজ্ঞাতনামা গাড়ির চালক গাড়ীটি নিয়া দ্রুত পালাইয়া যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে আসিয়া অজ্ঞাতনামা ভ্যান যোগে আমার ছেলেকে দ্রুত চিকিৎসার জন্য

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়া আসিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করিয়া আমার ছেলে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক এ ঘটনায় জড়িত ট্রাক্টর চালককে আইনের আওতায় নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়