শিরোনাম
◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌!

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০২:০৭ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় কিশোর গ্যাং দমনে যুদ্ধের ঘোষণা ডিসি মহিদুলের

মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকার উত্তরা এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘যুদ্ধের ঘোষণা’ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি বলেন, ‘যেকোনো মূল্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন করা হবে। এতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরখান থানায় ‘ওপেন হাউস ডে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডিসি মহিদুল।

তিনি বলেন, ‘আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। উত্তরায় এদের দাপট আগের চেয়ে অনেকটা কমেছে। তবে এদের নির্মূলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ডিসি মহিদুল আরও বলেন, ‘আপনারা সহযোগিতা করলে আমরা আরও দ্রুত অপরাধ দমন করতে পারব। পুলিশ জনগণের শক্তি—তাই তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। প্রয়োজনে আমরা তথ্যদাতার পরিচয় গোপন রাখব।’

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকায় মাদকের বিস্তার রয়েছে। আমরা প্রতিদিন অভিযান চালাচ্ছি, অনেককে গ্রেপ্তারও করা হচ্ছে। তবে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে কোনো তদবির চলবে না। দোষী যে-ই হোক, ছাড় দেওয়া হবে না।’

নিজ বাহিনীর সদস্যদেরও সতর্ক করে দিয়ে ডিসি মহিদুল বলেন, ‘পুলিশের কেউ যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, টাকা আদায় করে বা অপরাধে সহায়তা করে, সঙ্গে সঙ্গে আমাদের জানান। আমরা কঠোর ব্যবস্থা নেব।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়