হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ওজনে জালানি তেল কম দেওয়ার দায়ে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন (তেলের পাম্প) সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই ও স্থানীয় সূত্রে জানা গেছে,পাম্পটির বিরুদ্ধে আগে থেকেই ওজনে কম দেওয়ার অভিযোগ ছিল ভোক্তাদের। অভিযান চলাকালে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে অকটেন প্রতি ১০ লিটারে ৮০০ মিলি লিটার পেট্রোল প্রতি ১০ লিটারে ২২০ মিলি লিটার কম দেয়ায় বিষয়টি নজরে আসে। এছাড়া ডিজেলও পরিমাণে কম দেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। ফলে ওই ফিলিং স্টেশনের তিনটি ইউনিটই সিলগালা করে দেয়া হয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনের স্বর্তাধিকারী সদানন্দের মোবাইলে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিএসটিআইয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন বলেন, এটা আমাদের রুটিন দ্বায়িত্ব। পাম্পটিতে অভিযান চালিয়ে পেট্রোল, অকটেন, ডিজেল পরিমাপ করে ওজনে কম পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে পাম্পটি সিলগালা করা হয়েছে।