শিরোনাম
◈ উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০, পাঁচ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ ◈ বাংলাদেশের কাছে সিরিজ হা‌রের কার‌ণে ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে তারকা পেসারদের দলে ফেরালো পাকিস্তান ◈  শেরপুর সীমান্ত পথে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ! ◈ চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় দগ্ধ  শিক্ষার্থী চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়া ◈ ‎বর্ষা মৌসুমেও পাট পচাঁনোর মতো নেই পর্যাপ্ত পানি, দুশ্চিন্তায় কৃষকরা ◈ বাংলাদেশ সুযোগ দেয়ায় শেষ ম‌্যা‌চে পাকিস্তান জি‌তে‌ছে, কামরান আকম‌লের বিস্ফোরক মন্তব্য  ◈ প্রাচীন হিন্দু মন্দির নিয়ে বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়ার রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: হার মানলো অগ্নিদগ্ধ ১৩ বছরের শিক্ষার্থী মাকিন, নিহত বেড়ে ৩৩ ◈ এশিয়া কাপে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি হ‌বে! ◈ স্বাগ‌তিক ইকুয়েডরকে হা‌রি‌য়ে ‌নারী কোপা আমেরিকার সেমিফাইনা‌লে আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ১৪ দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৪কিলোমিটার যানজট 

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাই উপজেলায় ১৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার দুপুর ২.৩০টার দিকে সুতিপাড়া  এলাকার মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

প্রতিবেদক রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছিল, এবংশ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিল।রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো,

১। আমাদের জি.এম চলবে না।
২।সন্ধ্যা ৭টার পর টিফিন বিল দিতে হবে।
৩।রাত ৯ টার পর নাইট বিল দিতে হবে।
৪।কারখানার গাড়ি সবাই ব্যবহার করতে পারবে টাকা কর্তন করা যাবে না।
৫।ঈদের ছুটি ৫দিন কেন ৩ দিন হল।
৬।মেডি কেল ছুটি পাশ করতে হবে
৭।সি.এল ছুটি ৩০দিন পাশ করতে হবে
৮।যখন তখন লোক ছাটাই করা যাবে না।
৯। প্রতিবছর সার্ভিস অনুযায়ী বেতন দিতে হবে।
১০।টিফিনের সময় ১৫মিনিট আগে ছুটি দিতে হবে। 
১১।এই আন্দোলনের পর পরবর্তী সময় কোন লোক ছাটাই  করা যাবে না। 
১২।প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে। 
১৩।কাজের চাপ দিয়ে কোন লোক ছাটাই করা যাবে না 
১৪।কোন স্টাফ অযথা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না,করলে আইনানানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 


শ্রমিকেরা জানান, এই দাবির প্রেক্ষিতে আজ দুপুরে  ২.৩০ দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ১৪ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সাধারণ ছুটি ঘোষণা করে আগামীকাল বসবে বলে জানান। 

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আলোচনার পর  শ্রমিকদের বুঝিয়ে মহা সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়