স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আগামী বছর ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই দুই দেশ ছাড়াও নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সূচিও ঠিক করা হয়েছে। -- অলআউট স্পোর্টস
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে ২০২৬ সালে ঘরের মাঠের সিরিজগুলোর সূচি জানায় ইসিবি। সে বছর ঘরের মাঠে ৬টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৮টি টি-টুয়েন্টি খেলবে ইংলিশরা।
আগামী জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু করবে ইংল্যান্ড।
টেস্ট সিরিজ শেষ হতেই জুলাইয়ের প্রথম দিন থেকে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে ব্যস্ত হয়ে পড়বে ইংল্যান্ড। ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে মোট আটটি ম্যাচ হবে।
আগস্টের মাঝামাঝি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ইংলিশরা।
সেপ্টেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে নামবে স্বাগতিকরা। ৩ টি-টুয়েন্টির পর হবে ৩ ওয়ানডের সিরিজ।