মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জরুরি প্রয়োজনে শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ হাইকমিশনে তাৎক্ষণিক যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন (Hotline) নাম্বার +9607648006
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য উক্ত হটলাইনে কল/মেসেজ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।